বিএনপি-জামায়াত জোটই ভিসির বাসভবনে হামলা চালিয়েছে : হানিফ

0
29

এস এম জামাল, কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে বিএনপি-জামায়াত জোটই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

তিনি বলেন, তারেক রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মামুনের টেলিফোনালাপের মধ্যদিয়ে তা প্রমাণিত হয়েছে এবং খুব দ্রুত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে জেলা পুলিশ আয়োজিত ‘স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণের ঐতিহাসিক সাফল্য’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY