তাহেরা মোন্নাফ এর কবিতা ” জপ নাম “

0
43

কবিতা: জপ নাম
রচনা: তাহেরা মোন্নাফ

শূন্যতায় ভরেছ বাসা
নেই আর কোন আশা
আছে কায়া নেই মায়া
আধো আলো আধো ছায়া।

দ্বিপ্রহর রাতের আধাঁরে
ভাবনায় কড়া নাড়ে
হাহাকারে যায় ঝরে
অবহেলায় অনাদরে।

চাওয়া পাওয়ার কঠিন অঙ্কে
ধাক্কা খায় শুকনো পাকে
আছড়ে পড়ে স্বপ্ন গুলি
যাও তুমি পায়ে দলি।

জীবনের বাঁকে বাঁকে
অসমতায় ভরা থাকে
যা চাই পাই না কভু
আশা নিয়ে বাঁচি তবু।

দু’দিনের রঙ্গলীলা
ভাঙ্গবে যবে সকল খেলা
পরে রবে রঙ্গিন জীবন
আর হবেনা মানব জনম।

মায়া ভরা এই না ভবে
চলে তুমি যাবে যবে
মাটির দেহ খাবে মাটি
করো যতই পরিপাটি।

থাকতে সময় জপ নাম
একেই আছেন ধরাধাম
মরার আগে তুমি মর
মানুষের সেবা কর।

 

LEAVE A REPLY