দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়টি কাল বৈশাখী ঝড়ে বিধ্বস্থ হয়েছে, ফলে শ্রেনী কক্ষে পাঠদানে ব্যাহত হচ্ছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত শুক্রবার রাতে কাল বৈশাখী প্রবল ঝড়ে কবলে পড়ে বিদ্যালয়টির টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। কালবৈশাখীতে টিনের চাল উড়িয়ে নেয়ায় ছাত্র/ছার্ত্রীদের পাঠদানে চিন্তিত হয়ে পড়েছে ঐ বিদ্যালয়ের শিক্ষকরা। সমপ্রতি কাল বৈশাখী ঝড়ে তিন কক্ষের টিনশেড ঘরটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় এ সংকট প্রকট আকার ধারণ করেছে। দ্রুত বিধ্বস্থ শ্রেণিকক্ষ মেরামত বা নতুন কক্ষ নির্মাণ না করলে স্কুলে অচলাবস্থা বিরাজ করবে। এ ব্যাপারে পিপুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরোজুল ইসলাম জানান, বর্তমানে বিদ্যালয়টির টিনের চাল উড়িয়ে যাওয়ার ফলে বর্ষার মৌসুমে মেরামতের অভাবের কারনে ক্লাস রুমে পাঠদানে ব্যাহত হচ্ছে । ঝড়ে বিদ্যালয়ের টিনের চালা ধসে যাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। এদিকে জরুরী ভিত্তিতে এই বিদ্যালয়টি নির্মাণ বা মেরামত করা দরকার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে অভিভাবকসহ এলাকাবাসী