দৌলতপুরে বিধবা নারী ধর্ষণ ॥ লম্পট ধর্ষক আটক

0
343

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দাড়ের পাড়া গ্রামে (৪৫) বছর বয়সী এক বিধবা (ছদ্ম নাম পাখি) নারীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গোলাপ হোসেন (৫২) নামে এক লম্পট ধর্ষক কে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে তুলে দেয় এলাকাবাসী। শনিবার রাত অনুমানিক ১১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতা ওই নারী বাদী হয়ে গোলাপ হোসেনকে আসামী করে থানায় মামলা করেছে। দাঁড়ের পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হজরত আলী, মকবুল হোসেন, আজিজুল হক,নারগিসসহ আরো অনেকে জানান একই গ্রামের মৃত মছের উদ্দিন ফকিরের ছেলে গোলাপ হোসেন ওই বিধবা নারীকে জোর পূর্বক ধর্ষন করে এবং তারা আরো জানান ওই বিধবা নারী ডাক চিৎকার করলে আমরা এসে দেখি সে বিবস্ত্র অবস্থাতে দাড়িয়ে আছে। এ বিষয়ে ধর্ষিতা ওই বিধবা জানান আমি শনিবার রাত ১১টা ৩০ মিনিটে আমার তামাকের ঘরে জ্বালানি দেওয়ার সময় বৃষ্টি আসলে আমি বাড়ীর ভিতরে যাই,তার কিছু সময় পরে গোলাপ আমার ঘরে প্রবেশ করে এবং আমাকে জোর পূর্বক ধর্ষণ করে,তিনি আরো জানান গোলাপ যখন আমার ঘরে প্রবেশ করে তখন বৃষ্টি বেশি হওয়ার করনে আমি চিৎকার দিলেও আশে পাশের মানুষ শুনতে পাই না। আমি বাইরে পালিয়ে এসে চিৎকার দিলে এলাকাবাসী আমাকে উদ্ধার করে। এ বিষয়ে এলাকাবাসী জানান গোলাপ সম্পর্কে ওই বিধবার ভাগ্নি জামায় হয়, গোলাপ এর আগে অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে এমন কি তার জন্য এলাকার সাধারন মহিলারা স্বাধীন ভাবে চলাফেরা করতে ভয় পাই এবং সে রাত হলে মানুষের ঘরের কোনে কোনে ঘুরে বেড়াই। এ বিষয়ে ধর্ষিতা বিধবার ছেলে জানান আমার মা এক জন বৃদ্ধা মানুষ আমাকে ৩ বছরের বাচ্চা রেখে আমার বাবা প্রায় ২০ বছর আগে মারা গেছেন, আমার মায়ের সাথে জোর পূর্বক এই ঘটনা ঘটিয়েছে আমি তদন্ত পূর্বক গোলাপের বিচার দাবী করছি, যেন এমন কাজ আর কেউ না করে ।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ শাহ্ দারা খাঁন পিপিএম জানান এ বিষয়ে থানায় মামলা হয়েছে , অভিযুক্ত কে আটক করে কুষ্টিয়া পাঠানো হয়েছে এবং ভিকটিম কে ডাক্তারি পরিক্ষার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY