এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর দামুকদিয়া স্কুল মাঠে গত ১৪ই এপ্রিল শনিবার সকালে মনি মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন, বাংলা নববর্ষ ১৪২৫ উদ্যাপন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মনি গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও মনোমহন গ্রুপের সত্ত্বাধিকারী মোঃ মনিরুল ইসলাম মনি। মোকারিমপুর ইউনিয়ন জাসদের সভাপতি ও কুষ্টিয়া জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডঃ তানজিলুর রহমান এনামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোমহন গ্রুপের সত্ত্বাধিকারী মোঃ মনিরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোকারিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, মোকারিমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উক্ত ইউপি জাসদের সহ-সভাপতি বেনজির আহম্মেদ বেনু, ভেড়ামারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফর নেছা রুনু। এছাড়াও উক্ত অনুষ্ঠানে দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, ভেড়ামারা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, সিনিয়র সহ-সভাপতি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান, যুগ্ম সম্পাদক এইচ.এম.কমল সহ মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফলক উন্মোচনের মাধ্যমে প্রধান অতিথি মনি মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে মনি গ্রুপের পক্ষে মোকারিমপুর ইউপি সদস্যদের মাঝে শান্তি ও সৌহার্দ্যের নিদর্শন স্বরুপ সকলকে একটি করে ছাতা উপহার দেয়া হয়। আলোচনা সভা শেষে মনি ক্লাব বনাম মুকুল ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উল্লেখ্য, ভেড়ামারা থানায় মুক্তাঙ্গন নির্মান কাজে পৃষ্ঠপোষকতা দানের পর দামুকদিয়া স্কুল মাঠে এখানে ৫ লক্ষ টাকারও অধিক ব্যয়ে এই মঞ্চটি নির্মান করল মনি গ্রুপ। ঐতিহাসিক দামুকদিয়া স্কুল মাঠে এই নব-স্থাপিত মনি মঞ্চ এলাকার যুব সমাজসহ সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সঞ্চারে সক্ষম হয়েছে।