এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী ॥ কুষ্টিয়ার ভেড়ামারা রিপোর্টাস ক্লাবে দৈনিক শিকল পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ভেড়ামারা রিপোর্টাস ক্লাবে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক শিকলের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সন্ধ্যা ৭ টার সময় ভেড়ামারা রিপোর্টাস ক্লাবের অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক শিকলের স্টার্ফ রিপোর্টার ও রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম খান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মোঃ তারিকুজ্জামান তারিক। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, দৈনিক বাংলাদেশ বার্তার নিজস্ব প্রতিনিধি ও রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক মনোয়ার হোসেন মারুফ। এসময় উপস্থিত ছিলেন, যুবলগীগ নেতা এম.এ আজিজ, কুষ্টিয়ার কাগজ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ওলিউর রহমান ওলি, দিনের খবর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি আব্দুল হাকিম, ভেড়ামারা ফায়ার ষ্টেশন লিডার মোঃ বাকি বিল্লাহ, প্রেসক্লাবেরর সাংগঠনিক সম্পাদক ও ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মনা, ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মিঠু মৃধা, ভেড়ামারা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলা টিভি’র ভেড়ামারা প্রতিনিধি ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি এস.এম.আবু ওবাইদা আল মাহাদী, সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কমল, প্রচার সম্পাদক মোহন ইসলাম, সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক মিলন আলী, হালিম আহাম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মোঃ তারিকুজ্জামান তারিক বলেন, সমাজের বিবেক ও দর্পণ হচ্ছে সাংবাদিকরা। দৈনিক শিকল পত্রিকা সমাজের নিপিড়িত, নির্যাতিত, মানুষের পাশে বন্ধুর মত দাঁড়িয়ে সব সময় সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাচ্ছে। সকল অন্যায়, অবিচার ও দূর্নীতির বিরুদ্ধে বস্তনিষ্ট সংবাদ পরিবেশন করে হলুদ সাংবাদিকতা রুখে দিয়ে দেশের কল্যানে কাজ করে যেতে হবে।