কোহিনূর আক্তার এর কবিতা ” মনের কি দোষ বলো! “

0
122

কবিতা: মনের কি দোষ বলো!
    রচনা: কোহিনূর আক্তার

মনের কি দোষ বলো ,
আকাশর মতো ক্ষণিক কালো
কখনো নিজেকে খুঁজে অন্যের মাঝে
কখনো বিমূঢ় হয় সন্ধ্যা সাঁঝে ।

কখনো হাসে, কখনো কাঁদে ,
কখনো আবার আনমনে
বেসুরে সানাই বাজায়,
এই মন কোথায় চলে কোথায় যায়,
নিজেকে আবার সম্রাট সাজায় ।

মন, তুমি জ্ঞানী পাগল মনের গহীনে
অথৈ সাগর ।
মন রে মন বুঝবে কখন তুমি একা
নিবিড় সারাক্ষণ ।
মনের কি দোষ বলো !
ধরা বাঁধা নাহি জানে
নিজেকে ও মন নাহি মানে ।

 

LEAVE A REPLY