দৌলতপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৩

0
285

দৌলতপুর প্রতিনিধি : পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুরের ৩জন নিহত এবং ৩জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলার দৌলতপুর ও ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্র জানায়, সকালে ঢাকা থেকে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ভেড়ামারা লালনশাহ্ সেতুর সন্নিকটে হাজিরপুল নামক স্থানে বিপরীত থেকে আসা একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনে থাকা মাছ ব্যবসায়ী রুবেল (২৮) ঘটনাস্থলে নিহত হয় এবং গুরুতর আহত হয় নছিমন যাত্রী আরও ৪জন। পরে তাদের ভেড়ামারা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাকিব (২০) মারা যায়। গুরুতর আহত ৩জনের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শাকিল (১৮) এর অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। নিহত রুবেল ও সাকিব দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের নাহারুল ইসলাম ও আসাদুল হকের ছেলে। হতাহতরা ব্যবসায়ের জন্য মাছ ক্রয় করতে নাটোরে যাচ্ছিল। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। দূর্ঘটনার বিষয়ে ভেড়ামারা থানার ওসি (তদন্ত) জায়েদুর রহমান জানান, ভেড়ামারায় বাসের সাথে নছিমনের মুখোমুখি সংঘর্ষে দু’জন মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
অপরদিকে গতকাল দুপুরে জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর কলেজ রোডে তামাক বোঝাই আলগামন উল্টে তার তলে পড়ে জহুরুল ইসলাম (২৭) এক কৃষক নিহত হয়েছেন। সে পূর্বফিলিপনগর গ্রামের খেদমত ফকিরের ছেলে।

LEAVE A REPLY