ভেড়ামারায় চোরাই অটো রিক্সাসহ চোর আটক

0
24

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় চোরাই অটো-রিক্সাসহ শিপন আলী নামে এক অটো-রিক্সা চোরকে হাতে নাতে আটক করেছে পুলিশ পরিদর্শক (তদন্ত) আন-নূর যায়েদের নেতৃত্বে এস আই মাসুম বিল্লাহ ও এস আই আবু বক্কার শেখ সহ সঙ্গীয় ফোর্স। থানা ও অন্যান্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬ টার দিকে ভেড়ামারা লালন শাহ ব্রিজের টোল প্লাজার নিকটে গোল চত্বরে উক্ত অটো রিক্সাটি আটক করে পুলিশ। আটক অটো রিক্সা চোর শিপন আলীর পিতার নাম মৃত শাহাজাহান। পাবনার চাটমোহরের কৈমহল গ্রামে উক্ত চোরের বাড়ি। ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আন-নূর যায়েদ জানান, ধৃত আসামী শিপন পুলিশের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেই সূত্র ও প্রকাশিত নামগুলো নিয়ে সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি যাওয়া সিএনজি ও অটো রিক্সা উদ্ধার ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে সাঁড়াশী অভিযান শুরু হয়েছে। উদ্ধারকৃত অটো রিক্সার মালিকের সন্ধান মিলেছে। এ ব্যপারে ভেড়ামারা থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY