কোহিনূর আক্তার এর কবিতা “দূরের পলক”

0
121

কবিতা: দূরের পলক
রচনা: কোহিনূর আক্তার

অচেনা পাখি সেতো রূপসী পাখি,
অচেনা পলক সেতো দূর স্বপ্ন সাহসী আঁখি।

কাছের পলক বুঝিয়ে দিল সেছিল রুপসীহীন ঝলক ।
অজানাতে বহুরুপি ছবি আঁকে মনের দেওয়ালে
গভীর দৃষ্টিতে দেখো সে নেই বিন্দু রূপ ওয়ালে ।

কৃত্রিমে ছিল মাখামাখি জুড়িয়ে গেল উন্মাদ আঁখি ।
বুঝতে পারেনি উদাস পরাণ পাখি।

সব রঙের কালিতে ভাব জয়ী মধুর,
চিনলেনা ভোলা মন সে ছিল ঘুট ঘুঁটে কালো সিঁদুর।
এ বুকের ভেতরে সব ফুল ফোটে না ।
তবু কেনো সে ফুলে মালা সাজেনা ।

দূরের পলক ,
সে ভুলের অচিনা ঝলক ।

LEAVE A REPLY