দৌলতপুরে প্রতারক আদম ব্যাপারী মানিক গ্রেফতার

0
50

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মীরের পড়া গ্রামের প্রতারক আদম ব্যাপারী আতিকুর রহমান মানিক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আতিকুর রহমান মানিক পিং-মৃত মুনছুর মিলেটারী সাং-মীরেরপাড়া থানা দৌলতপর জেলা কুষ্টিয়াকে, সৌদিআরব পাঠানোর নামে অর্থ আত্বসাতের অভিযোগে দৌলতপুর থানার এস আই গাওসুল আজম ২১ এপ্রিল রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। জানাজায় যে আসামী মানিককে পূর্ব অভিযোগের সূত্রে সমাধানের জন্য মাননীয় ডিসি সাহেবের আদেশক্রমে জনশক্তি ব্যুরোর মাধ্যমে দৌলতপুর থানার ১নং প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টারকে দায়িত্ব দেওয়া হলে সেখানে মানিক উপস্থিত হয়েও শালিস মানবে বলে তা পর পর তিনবার ভঙ্গ করেছে এতে বাদি মোঃ আশিকুজ্জামান সুমন, পিং-মোঃআখের আলী, সাং-মাদাপুর, থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া মানুষিক আর্থিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। বাদী বলেন আমি দেড় মাসের বাছুরসহ গাভি, ছাগল,ব্র্যাক হতে দেড় লক্ষ টাকা লোন, ও জমি বিক্রয় করে মানিককে টাকা দিয়ে এখন সর্বহারা। লোনের কিস্তি দিতে না পেরে হতে হচ্ছে সমাজে অপমান। আসামী মানিক বাদীর সাথে ৩,৮০,০০০/তিন লক্ষ আশি হাজার টাকার বৈধ ভিসার ১৫০/ একশত পঞ্চাশ টাকার চুক্তিনামা করে নগদ ৩,৭২,৫০০/ তিন লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত টাকা গ্রহন করে বক্রি টাকা ম্যানপাওয়ার টিকেট ওকে করে ১৭/০২/২০১৮ তারিখের মধ্যে সৌদিআরব মসজিদের মুয়াজ্জিন হিসাবে পৌঁছানোর পূর্বে দেবার কথা থাকলেও বাদিকে পৌঁছাতে পরেননি। এদিকে মিজানুর রহমান পিং মোজাম্মেল সাং ডাংমড়কা দৌলতপুর,কুষ্টিয়া দাবী করেন তার আপন ভাই সামাদ ও ভাগিনা মিঠুনকে ৭,০০,০০০/ সাত লক্ষ টাকা নিয়েও গত ২০/০৪/২০১৮ তাং পৌছানোর কথা থাকলেও তাঁহাদের বিদেশ পৌঁছাননি আসামী মানিক। এ ছাড়া জয়পুরের সাইদুল ইসলামকেও ভিসা দিয়ে মানিক সৌদিআরব পৌঁছাতে পারেনি, এ ভাবে এলাকায় প্রতারণা করে বহু অর্থ আত্বস্বাত করেছে, তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। এমন অসামাজিক অর্থলোভী আদমের আগ্রাসন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান স্থানীয় জনগন।

LEAVE A REPLY