কুমারখালীতে অাধুনিক ডাক বাংলো’র ভিত্তিপ্রস্তুর শুভ উদ্বোধন করেন আব্দুর রউফ এমপি

0
40
মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের অংশ হিসেবে কুষ্টিয়ার কুমারখালী চতুর্থতলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া -০৪(কুমারখালী ও খোকসা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া  জেলা পরিষদ  আয়োজনে কুমারখালী ডাক বাংলো প্রাঙ্গনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কার্য সম্পন্ন করেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ এমপি বলেন বিচ্ছিন্ন আওয়ামীলীগমনা ত্যাগ করে দল বল নির্বিশেষে সবাইকে একযোগে নৌকার জন্য কাজ করতে হবে।তিনি বলেন বর্তমান সরকারের সময়ে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে,দেশের এই অভূত পূর্ব উন্নয়নে ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।এসময় তিনি বর্তমান সরকারের প্রভূতি উন্নয়নের চিত্র তুলে ধরেন।
কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন  কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুজ্জামান,কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভা মেয়র মোঃ সামসুজ্জামান অরুন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি’র প্রতিনিধি ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান আতা,কুমারখালী মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব সাজাহান আলী মোল্লা সহ প্রমুখ।
কুমারখালী উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ রবিউল আওয়াল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদকী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ,কুমারখালী উপজেলা যুবলীগের আহবায়ক ও চাঁপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু, কুমারখালী উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও পৌরসভা কাউন্সিলর এম এম রফিক সহ আওয়ামীল,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY