বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন এর মৃত্যু বার্ষিকী আজ

0
30
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম  সৈনিক  বীর মুক্তিযোদ্ধা “মসলম উদ্দিন“ এর আজ শনিবার মৃত্যু বার্ষিকী৷ তিনি কুুষ্টিয়া কুমারখালী উপজেলার কৃতি সন্তান।
তিনি মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে ভারত থেকে  প্রশিক্ষন নিয়ে সম্মুখ যুদ্ধে অংশ নেন এবং দেশ কে শত্রু মুক্ত  করেন৷যুদ্ধ পরবর্তী সময়ে দারিদ্রতার কষাঘাতে থেকেও তিনি দেশ তথা সমাজের জন্য কাজ করে গেছেন আমৃত্যু৷

জাতীর এই বীর সৈনিকের প্রতি জানাই স্বশ্রদ্ধ সালাম এবং তাঁর আত্নার মাগফেরাত কামনায় স্ব স্ব অবস্থান থেকে দোয়া চেয়েছেন তার পরিবার ও আত্মীয় স্বজন৷
আগামী পবিত্র শবেই বরাত বাদ এশা কুমারখালী বড়জামে মসজিদ এবং চট্টগ্রাম বছির মোঃ সুবেদার জামে মসজিদে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত  দোয়া -মাহফিলে সামিল হয়ে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করার আহবান জানিয়েছেন তার ছেলে সাজ্জাদ আলম।

LEAVE A REPLY