দৌলতপুরের সন্তান সাংবাদিক আছানুল হক ৭১ বাংলা টিভিতে প্রতিবেদনের জন্য সংবর্ধিত

0
23

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের  দৌলতখালী গ্রামের সন্তান সাংবাদিক আছানুল হক ৭১ বাংলা টিভিতে প্রতিবেদনে বিশেষ অবদানের জন্য সংবর্ধিত হয়েছেন। রবি বার বিকেল  ৩ টার সময় ঢাকা বি এম এ অডিটোরিয়ামে তিনি সংবর্ধিত হন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী মজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সোহেল হায়দার চৌধুরী,লক্ষীপুর ৪ আসনের সংসদসদস্য মোঃ আব্দুলাহ্, সংরক্ষিত আসন ঢাকা (৩০) এর সংসদসদস্য সাবিনা আক্তার তুহিন সাপ্তাহিক পত্রিকা পরিষদের মহাসচিব এ ম মুরসেদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭১ বাংলা টিভি ও ৭১ সংবাদ.কমের চেয়ারম্যান এ এইচ এম তারেক চৌধুরী। উক্ত অনুষ্ঠানে ৭১ বাংলা টিভির ৫১৬ জন সাংবাদিকের ভিতরে ১২ জন সাংবাদিক সংবর্ধিত হয়। সংরর্ধনা শেষে মন্ত্রী  ৭১ বাংলা টিভি ক্যাবল টিভি র উদ্বোধন করেন।  আছানুল হক ২০১৫ সালে সর্ব প্রথম কুষ্টিয়া থেকে প্রকাশিত  সাপ্তাহিক আদীবাসির অধিকার পত্রিকার মধ্যে দিয়ে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে সে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক মাটির পৃথিবী পত্রিকাতে স্টাফ রিপোর্টার ও ৭১ বাংলা টিভিতে কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

LEAVE A REPLY