নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ায় সেতুর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিম।
তিনি বলেন, ‘সেতুর কর্মতৎপরতায় আমি মুগ্ধ-অভিভূত। দারিদ্রতা বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে সেতু যা করছে তা শুধু প্রশংসা করেই শেষ করা যাবে না, বরং উচিত হবে দেশের অন্যান্য এনজিও গুলোকে তা অনুসরণ করা। স্বচ্ছতা, নিয়মানুবর্তিতা ও পরিচ্ছন্নতায় সেতু যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অবশ্যই অনুসরণীয়-অনুকরণীয়।’
সেতুর সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোঃ নাজমুস সালেহীন ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘র উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেতুর নির্বাহী পরিচালক এমএ কাদের।
এসময় সেতুর সকল কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।