পাঁচবিবিতে জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন

0
124

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে এবার এসএসসি পরীক্ষায় ১৩৩ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,চলতি বছরে এসএসসি (দাখিল) পরীক্ষায় ৮৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬১৯ জন। পাসের হার শতকরা ৬৮.৮৫ ভাগ। মাদ্রাসা থেকে জিপিএ-৫ পায়নি কেউ।

এসএসসি (সাধারণ) পরীক্ষায় ২৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০৮৫ জন। পাসের হার শতকরা ৮৬.৬২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন।

জিপিএ-৫ প্রাপ্ত বিদ্যালয় গুলির মধ্যে পাঁচবিবি এনএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৮ জন,এলবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৪ জন,পিয়ারা শাতিনালী উচ্চবিদ্যালয় থেকে ১৮ জন,আয়মা রসুলপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন, দারুল ইসলাহ্ উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, বাগজানা উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন,হাবিব পুর উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন,হরেন্দা হাকিমপুর কৈজুরি উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন,কাঁকরা পিংলু উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন,শালাইপুর উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন,বড় মানিক উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন,উচাই জেরকা উচ্চবিদ্যালয় থেকে ৩ জন,জীবনপুর উচ্চবিদ্যালয় থেকে ২ জন,ভারাহুত উচ্চবিদ্যালয় থেকে ২ জন,মহীপুর মাওলানা ভাসানী উচ্চবিদ্যালয় থেকে ২ জন,আগাইর উচ্চ বিদ্যালয় থেকে ২ জন,দিবাকর পুর উচ্চবিদ্যালয় থেকে ২ জন,এছাড়া রাইগ্রাম,বারকান্দ্রী,আয়মা রসুলপুর হাজী মনিরুদ্দিন,রামভদ্রপুর,ধুরইল ও উড়ানি উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে জিপিএ-৫ পেয়েছে। উপজেলায় শতভাগ পাসকরা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে কোতোয়ালীবাগ উচ্চবিদ্যালয়। তবে এই প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

LEAVE A REPLY