বর্ণাড্য আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্ম জয়ন্তী পালন

0
54
মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহতে বর্ণাড্য আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্ম জয়ন্তী পালন করা হয়েছে।
এই উপলক্ষ্যে মঙ্গলবার শিলাইদহ কুঠি বাড়িতে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী  আবুল মাল আব্দুল মুহিত এমপি।
মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু,মাননীয় সংসদ সদস্য আব্দুর রউফ প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা ও ধন্যবাদ বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ জহির রায়হান।
জাতীয়ভাবে অনুষ্ঠিত এই রবীন্দ্র জয়ন্তী চলবে তিন দিন ব্যাপী। রবীন্দ্র পেমীদের আগমন ও গ্রামীন মেলা দিয়েছে বাড়তি আমেজ।প্রতি বছর ২৫ শে বৈশাখ থেকে পালন হয়ে আসছে নোবেল জয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। প্রতিদিনি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY