বাংলাদেশ তাতীলীগ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত

0
92

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তাতীলীগ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত
কর্মীসভায় সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা তাতীলীগের আহবায়ক আসাদুর রহমান মিতুল। সদস্য সচিব হাজী হারুনার রশীদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর বিশ্বাস।

প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতীলীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সহসভাপতি নিজামুল হক চুন্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নেছার উদ্দিন, কেন্দ্রীয় তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোন্তাজ উদ্দীন ভুঁইয়া, শহীদুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জানিয়ার মোম আলাউদ্দিন,

ঢাকা উত্তর রামপুরা থানা তাঁতীলীগের সিনিয়ে সসহসভাপতি স্বপন খান ও কুষ্টিয়া জেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাখা, সদর উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষের উন্নয়ন হয়। মানুষ সুখে শান্তিতে বাসবাস করতে পারে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে পুনরায় বিজয়ী করতে হবে। কারণ নৌকা প্রতীকের পরাজয় হলে বাংলাদেশ আবারো পিছিয়ে পড়বে। সেকারণ আবারো নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY