কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় জন্মগত ঠোঁট ও মুখের তালুকাটা রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় কুষ্টিয়ার তোফাজ্জেল হেল্থ সেন্টারে ডা.আমিনুল হক রতন ও ডা. আসমা জাহান লিজার তত্বাবধানে সহযোগি অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বাধীন প্লাষ্টিক সার্জারি দলটি আনুষ্ঠানিক উদ্বোধনী সভা শেষে এই চিকিৎসা সেবা প্রদান করেন।বিশিষ্ট প্লাষ্টিক সার্জনদের তত্বাবধানে চিকিৎসা সেবা কার্যক্রমে অন্তত ৩০জন রোগী দেখার পাশাপাশি প্রায় অর্ধশতাধিক ঠোঁট ও মুখের তালুকাটা রোগীদের অস্ত্রপ্রচারে অংশ নেন এই প্লাষ্টিক সার্জন চিকিৎসক দল।এসময় কুষ্টিয়া শহর সমাজসেবা কর্মকর্তা কেকেএম ফজলে রাব্বীসহ শেখ হাসিনা ফ্রি সেবা কেন্দ্র কুষ্টিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শেখ হাসিনা ফ্রি সেবা কেন্দ্র কুষ্টিয়ার সহযোগিতায় এই চিকিৎসা সেবা কার্যক্রম প্রদান করা হয়।