দৌলতপুরে কৃষকের ৩ বসত বাড়ী ভষ্মিভূত ॥ পরিবারটি খোলা আকাশের নীচে

এলাকায় ফায়ার ষ্টেশনের দাবী

0
99

খন্দকার জালাল উদ্দীন,দৌলতপুর (কুষ্টিয়া) থেকে : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের পাইক পাড়া গ্রামের নূর মহম্মদ হেলা ও তার ছেলে হাফিজুর রহমান এবং ছপের আলির ছেলে ইউনুচ আলির বসত বাড়ীতে বিদ্যুৎ  এর সট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তাদের বাড়ীর ৬টা ঘর ও সকল আসবাব পত্র সহ নগদ টাকা ৪৮ হাজার আগুনে পুড়ে গেছে বলে জানান এলাকাবাসী। এলাকাবাসী আরও জানান, হঠাৎ ১২ মে শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় ঘরে থাকা সকল আসবাব পত্র সহ জমির দলিল,খাট, ড্রেসিং টেবিল, টিভি, কষ্ট করে উপার্জন করা নগদ ৪৮ হাজার টাকা, পাখি ভ্যান,হাস-মুরগী,৫টি ছাগল পুড়ে ছাই এবং হাফিজুরের স্ত্রী বাচেনা খাতুন (৩০) আগুনে ৬০ ভাগ দগ্ধ হয়েছে তাকে ষোলদাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের পরিবারের সকলের পরিধানের কাপুড় টুকু ছাড়া আর কিছু নাই, তারা একেবারে অসহায় তাই, এলাকাবাসী ও সরকারের কাছে সাহায্য প্রর্থনা করছে, পরিবারটি বর্তমানে খোলা আকাশের নীচে। এলাকাবাসীর দাবী এলাকায় ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মানের, কারণ ভেড়ামারা ষ্টেশন থেকে দৌলতপুরে ফায়ার সার্ভিসের লোকজন আসতে আসতে সমস্থ নিঃশ্বেষ হয়ে যায়। বছরে কোটি কোটি টাকা আগুনে পুড়ে যাচ্ছে, এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছে এলাকাবাসী।

LEAVE A REPLY