মিজানুর রহমান নয়ন,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া জেলার সৎ,নির্ভিক,সাহসী,চৌকশ ও শ্রেষ্ঠ পুলিশ অফিসার এস আই মিলটন কুমার দেবদাস এর বিদায়েরর ঘন্টা বেজেছে।একই সাথে বিদায়ের ঘন্টা শুনে স্বস্তি মেলেছে অপরাধীদের বলে মতামত প্রকাশ করেছে বিভিন্ন সুশীল সমাজের।
নিজের শ্রেষ্ঠ্যত্ব প্রমান করতে তিনি পর পর সাত বার কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান বিপিএম,পিপিএম (সেবা) এর হাত থেকে লুুুফে নিয়েছে শ্রেষ্ঠ পুলিশ অফিসারের পুরস্কার।
জানা যায়,কুষ্টিয়া জেলা কে সমস্ত অপরাধ ও শত্রু মুক্ত করার শপথ নিয়ে ২০১৪ সালের ২৩ শে নভেম্বর যোগদান করেন এস আই মিলটন কুমার দেবদাস। প্রায় ৬ মাস কুষ্টিয়া সদরে অত্যন্ত ন্যায়,নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের পর পোষ্টিং হয় জেলার কুমারখালী থানাতে।
কুমারখালীতে সাফল্য,অর্জনও কম নয়।দীর্ঘ ২ বছর কাপিয়েছে কুমারখালী।নির্মুল করেছে মাদক ও অন্যান্য অপরাধ।দুইটা ক্লুলেস মার্ডার মামলার ক্লু উদঘাটন,চুরি মামলার মালামাল উদ্ধার সহ চোর আটক সহ শতাধিক মাদক ব্যবসায়ীদের আটক করে মামলা দেয়ায় মাদক ব্যবসায়ীদের আতংক হয়ে উঠেছিল সে।গরীব ও অসহায় মানুষের বড় ভরসার জায়গা ছিল এস আই মিল্টন
এস আই মিলটনের কর্মকান্ডে কুমারখালীর সুশীল সমাজ ও প্রশাসনের কর্মকর্তা গনের মাঝে স্বস্তিবোধ আসলেও,স্বস্তি মেলেনি বিভিন্ন অপরাধ চক্রের।মাদক ব্যবসায়ীরা এখন বুক ফুলিয়ে চলাচল করবে বলে মন্তব্য অনেকের।
এবিষয়ে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফসার এস আই মিলটন ভারাক্রান্ত মনে বলেন,”ভালবাসার কুমারখালী আমার খুব প্রিয় জায়গা।এখানে যে আমি চাকরী করতাম তা কখনো মনে হয়নি।ভাবতাম নিজের বাড়ীতেই আছি।আর কুমারখালী বাসী আমাকে যে অকৃত্রিম ভালবাসা দিয়েছে তা ভোলা যাবে না।চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কুমারখালীর জনগনের সেবা করতে।কতটুকু পেরেছি জানিনা?তবে যদি সামান্যতম সেবা দেওয়ার মাধ্যমে কারো উপকার করতে পারি তাহলেই ভাববো আমি সার্থক।হ্যা, তবে আমি থাকাতে অনেকের ই অসুবিধা হয়েছে।আর কুমারখালীর সব স্তরের মানুষ আমাকে যে সহযোহিতা করেছে তা এক কথায় অতুলনীয়।আর একজন পুলিশ হিসাবে আপনাদের কাছে থেকে এই সহযোগিতা পেয়ে আমি মানতে বাধ্য হয়েছি পুলিশ জনগনের বন্ধু হতে পারে।
আমার নতুন পোষ্টিং নড়াইল জেলা।জনস্বার্থে বদলী করা হয়েছে।তবে যাবার আগে একটা প্রশ্ন থেকেই যাই সত্যিই কি জনস্বার্থে আমার বদলী?
বিদায় কুষ্টিয়া জেলা, বিদায় কুমারখালী,ভাল থেকো সবাই’
জানা যায়,প্রাই ৩ বছর দেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলায় দায়িত্ব পালন করার পর জনস্বার্থে তাকে নড়াইল জেলায় বদলি করা হয়েছে।
এদিকে এস আই মিলটন কুমার দেব দাসের বদলির খবরে সামাজিক যোগাযোগের দ্রুততম মাধ্যম ফেজবুকে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছে বিভিন্ন মহল