দৌলতপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

0
87

খন্দকার জালাল উদ্দীন,দৌলতপুর (কুষ্টিয়া) থেকে : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১৭ মে বৃহস্পতিবার বিকেলে আল্লারদর্গাস্থ আওয়ামীলীগ অফিসে অনুষ্ঠিত জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও আল্লারদর্গা বাজার কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান লস্কর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম হালসানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল্লাহ হেল বাঁকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর জাতীয় শ্রমিক লীগ সভাপতি এমএ মান্নান ও সহ সভাপতি শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হযরত আলি মাষ্টার, আরিফুল ইসলাম চেয়ারম্যান, এমপি পুত্র এমরান হোসেন কলিংন্স, নজীবুল হক, আবু সাইদ, গিয়াস উদ্দীন, যুবলীগ নেতা আব্দুল খালেক, ছাত্রলীগ নেতা চঞ্চল আহাম্মেদ। বক্তারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতা কমীদের প্রতি আহবান জানান এবং আগামী নির্বাচনে আওয়ামীলীগকে পুনঃরায় নির্বচিত করে দেশের ও জাতীর উন্নয়ন করার অঙ্গিকার করেন।

LEAVE A REPLY