ফেসবুকের কল্যানে আবার স্কুলে গেল রাব্বি

0
53
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ সামাজিক যোগাযোগের দ্রুততম মাধ্যম ফেজবুকের জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে।দুরবর্তি যোগাযোগের দুরত্ব কমানোর পাশাপাশি মানুষের কল্যানে ফেজবুকের অবদানও কম নয়।
সেই কল্যানের অংশ হিসেবে গরীব,মেধাবী শিশু ও বাদাম বিক্রেতা রাব্বি(১৩) আবার ফিরে পেল তার চিরচেনা বিদ্যাপীঠ ব্র্যাক শিশু নিকেতন।অর্থ আর দারিদ্র্যতার কারনে বন্ধ হয়ে যাওয়া পড়াশোনা আবার চালু হয়ে গেল।
তরুন সমাজকর্মী,শিক্ষক ও সাংবাদিক মিজানুর রহমান নয়ন ব্যক্তিগত উদ্যোগে রবিবার কুষ্টিয়া কুমারখালী উপজেলার ভালুকা সাঝিপাড়া ব্র্যাক শিশু নিকেতনে ভর্তি করে দেন এবং পড়ার সামগ্রী হিসবে কলম খাতা কিনে দেন।
রাব্বি ব্র্যাকে পঞ্চম শ্রেনী পর্যন্ত পড়াশোনা করবে।বাবা হীন রাব্বি উপজেলার পান্টি ইউনিয়নে চৌরঙ্গীতে বসবাস করে।পরিবারে শুধু তার এক মা বেগম রোকেয়া।
জানা যায়,Md.Mehedi Hasan নামক ফেজবুক আইডিতে অর্থের কারনে পড়াশোনা করে স্বপ্ন পুরন হল না রাব্বির এমন এক পোষ্ট সামাজিক যোগাযোগের দ্রুততম মাধ্যম ফেজবুকে প্রকাশ হলে তরুন সমাজকর্মী,শিক্ষক ও সাংবাদিক মিজানুর রহমান নয়ন রাব্বির বাড়িতে আসেন এবং রাব্বির ও তার মা রোকেয়া বেগমের সাথে কথা বলে আজ রবিবার ব্র্যাক স্কুলে ভর্তি করে দেন।
এদিকে পড়াশোনার সুযোগ পেয়ে রাব্বি ও তার মা মহানন্দিত।রাব্বি বলেন”আমি পড়াশোনা করে বড় চাকুরী করে মায়ের স্বপ্ন পুরন করব এবং দেশের কল্যানে কাজ করব।আমার মত যারা অর্থের জন্য পড়াশোনা থেকে বঞ্চিত তাদের পাশে দাঁড়াবে।”
এবিষয়ে রাব্বির মা বেগম রোকেয়া খাতুন অশ্রুশিক্ত নয়নে আনন্দের কান্নায় কেঁদে বললেন”আমি স্বপ্নেও ভাবিনী আমার রাব্বি আবার স্কুলে যাবে।যারার রাব্বির পাশে দাঁড়িয়েছে সবার মঙ্গল কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি” এছাড়াও রাব্বি যেন পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে দেশের কল্যানে কাজ করতে পারে সেই জন্য সবার কাছে র মঙ্গল  দোয়া চেয়েছেন মা রোকেয়া।

LEAVE A REPLY