সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি ভারত সীমান্তের ভীমপুরে এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় দুইজন র্যাব সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ২ রাউন্ড গুলি ও ১২২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক শামীম হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভীমপুর সীমান্ত এলাকার একটি ইট ভাটাতে মাদক কেনা-বেচা চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়লে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।
এ সময় পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে একাধিক মাদক মামলার আসামী রেন্টু (৩২) কে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত দুই র্যাব সদস্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।