নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া জেলা সমিতি অব ইউএসএ ইনকের ২০১৮ বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ই জুলাই রবিবার পেনসিলভানিয়ার ফর্ট ওয়াশিংটন স্টেট পার্কে অনুষ্ঠিত বনভোজন ও ঈদ পুণর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়।
বনভোজনকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলার শতশত মানুষ যেন মিলন মেলার রূপে আবর্তিত হয়েছিলো। নানা রকম খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা গানের তালে তালে দিনটা হাসিখুশি আর বিনোদনের সুর আর তালের
মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখে সবাই।
সমিতির সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ জানান রোজা ও ঈদের কারনে সময় স্বল্পতার কারনে অনুষ্ঠানটি আয়োজন করতে হয়েছে ,তার পরও সাংস্কৃতিক জেলা কুষ্টিয়ার শতো শতো মানুষ গুলো অপেক্ষাতে থাকেন তাদের কুষ্টিয়া জেলা সমিতির বনভোজন ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠানের জন্য, এ দিনটাতে জেলার মানুষ গুলোর সংগে দেখা সাক্ষাত হয়।শিশুদের মতো সবাইকে খেলা ধুলা হই হুল্লা করে আনান্দের মাধ্যমে বাংঙ্গালী পরিবেশে দিনটা পেয়ে সবাই মনে করেন আমরা লাল সবুজের বাংলাদেশ আছি।পরে খেলাধুলাতে বিজয়ীদের মাঝে পুরূষ্কার বিতরন করা হয়।