মিরপুর উপজেলার শতবর্ষ আগে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে মা সমাবেশ

0
39

এস এম জামাল: কুষ্টিয়ার মিরপুর উপজেলার শতবর্ষ আগে প্রতিষ্ঠিত আবুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিতদ মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম জামাল আহমেদ।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম,উপজেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক কারশেদ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, মালিহাদ ইউনিয়নের সাবেক চেয়ায়ম্যান বদর উদ্দীন ভদু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি শিশুর জীবনে মায়ের গুরুত্ব অপরিসীম। মায়ের জন্যই আমাদের বেড়ে উঠা। এমনকি আমাদের শিক্ষার প্রথম পাঠটিও আমরা মায়ের কাছ থেকে পেয়ে থাকি। তাই হয়তো নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো’।

মায়েদের সম্মান জানাতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, মায়েদের সম্মান জানানো আমাদের সবার কর্তব্য। মায়েরা আমাদের লালন-পালন থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই তাঁদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে।

মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে। ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY