মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো শুরু হয়েছে কুষ্টিয়া কুমারখালী উপজেলাধীন যদুবয়রা ডি এম ক্লাব ফুটবল টুর্নামেন্ট -২০১৮।
সোমবার বিকাল ৫ টায় যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ডি এম ক্লাব ফুটবল টুর্নামেন্ট -২০১৮ এর শুভ উদ্বোধন করেন যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী বজলুর রহমান।
যদুবয়রা ডি এম ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান সাবু’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত ভুমি কর্মকর্তা আব্দুল খালেক,ইউপি সদস্য আব্দুল মালেক সহ প্রমুখ।
উদ্বোধনী খেলায় পান্টি বনাম গোপকগ্রাম ফুটবল একাদশ অংশ গ্রহন করে।দুই দলের মধ্যে আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকলে খেলা ট্রাইবিকারে গড়াই।ট্রাইবিকারে পান্টি ফুটবল একাদশ কে পরাজিত করে গোপকগ্রাম ফুটবল একাদশ জয় লাভ করে।
কানাই কানাই ফুটবল প্রেমি দর্শক পূর্ন খেলাটি পরিচালনা করেন ডি এম ক্লাবের নিয়মিত লেফরি তালাশ মাহমুদ।
ডি এম ক্লাব সুত্রে জানা যায়,টুর্নামেন্টের পরবর্তী খেলা আগামী বুধবার বিকাল ৪ টায়।এতে অংশ গ্রহন করে ফুটবলের নৈপুণ্য জাদু দেখাবে পোড়াদহ বনাম ঝিনাইদহ ফুটবল একাদশ।