কুষ্টিয়া অফিস: নোংরা পরিবেশসহ নানা অনিয়মের অভিযোগে কুষ্টিয়ায় আদদ্বীন হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
এসময় অপারেশন থিয়েটারের পরিবেশ ঠিক না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।
আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ বি এম আরিফুল ইসলাম।
এসময় তিনি জানান, দীর্ঘদিন ধরে আদদ্বীন হাসপাতালে নোংরা পরিবেশে অপারেশন করে আসেছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে এসব তথ্য প্রমানিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, মানুষ জীবন বাঁচাতে এসব প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারা ভঙ্গ করায় এসবগুলো প্রাইভেট হাসপাতাল তাদের লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ।
আদদ্বীন হাসপাতালে পাওয়া অনিয়ম, অব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ ভোক্তা অধিকার পরিপন্থী হওয়ায় তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে এই জরিমানাএ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস়্য ৫০ হাজার টাকা জরিমানা করেন ।