কবিতাঃ উইলসন
রচনাঃ মোঃ জসিম উদ্দীন
পনেরো কোটি টন প্লাস্টিক বর্জ্য
রয়েছে সগর তলে,
দশক ঘুরেই তিনগুণ বাড়রে
বিজ্ঞানী তাই বলে।
সাগর তলের প্লাস্টিক বর্জ্য
সরিয়ে নিতে আজ,
নেদারল্যান্ডসের ‘উইলসন’ পাইপ
শুরু করেছে কাজ।
উনিশ সালের এপ্রিলে হবে
পঞ্চাশ টন পরিস্কার,
চল্লিশ সালের মধ্যে নব্বইভাগ
সড়াবে বলেন ভাষ্যকার।
আশাবাদী মানুষ আমরা সবে
আশাই’ই বাঁধি বুক,
জীববৈচিত্র রক্ষা হলেই তবে
প্রণীকুলের হবে সুখ।