দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের আমত্রণে স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় দৌলতপুর প্রেস ক্লাব, আল্লারদর্গা প্রেস ক্লাব ও দৌলতপুর রির্পোটাস ক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়ের শুরুতে দৌলতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা সমাজের বিবেকবান ও সচেতন মানুষ। আপনাদের কাছে সব ধরনের তথ্য থাকে যা সংবাদ পত্রের মাধ্যমে দেশ ও জাতি অবগত হয়ে থাকে। আমি আপনাদের থানায় এসেছি আমাকেও বিভিন্ন ধরনের তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। তিনি দৌলতপুরের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাসহ মাদক প্রতিরোধ এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাঁধ, সুষ্ঠ ও সবদলের অংশগ্রহনে শান্তিপূর্ণ হয় সে বিষয়ে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। তিনি নির্বাচনকে ঘিরে কেউ কোন ধরণের নাশকতা করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও হুশিয়ার করেন। মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন ধরনের পরামর্শ ও তথ্য গ্রহণ করেন ওসি মো. নজরুল ইসলাম। এ সময় এলাকার সমস্যা নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক এমজি মন্টু, শরিফুল ইসলাম, মহাফুজুর রহমান, খন্দকার জালাল উদ্দীন, সাইদুল আনাম, সাইদুর রহমান, আহাদ আলি নয়ন প্রমূখ। উপস্থিত ছিলেন সাংবাদিক মামুন রেজা, আশরাফুল ইসলাম, আতিয়ার রহমান, মোশারফ হোসেন প্রমূখ। পৃথক একটি আলোচনায় অংশগ্রহণ করেন রির্পোটাস ক্লাবের সাংবাদিক জামিরুল ইসলাম,রনি আহমেদ, আছানুল হক, সোহানুর রহমান শিপন, জিললুর রহমান, আলা উদ্দীন, সোনাই রহমান সুজন, জুয়েলুর রহমান প্রমূখ।
ছবিঃ দৌলতপুর প্রেস ক্লাবের সাংবাদিক এবং দৌলতপুর থানার নবাগত ওসি।