মতিলাল দাসের কবিতা “চলো পাল্টাই”

0
36

কবিতাঃ চলো পাল্টাই
রচনাঃ মতিলাল দাস

অজানা মরুপথে ক্লান্তি নিয়ে দুচোখে,
চলেছো কোথায় বিষাদের মায়া মেখে?
দাঁড়াও পথিক শুনে যাও মোর কথা!
বলে যাও আমায় তোমার কিসের এত ব্যথা!

অভিমানে দিয়েছো পাড়ি বহু পথ একা একা…
খোঁজো যাকে অহোরাত্রি পাবে না তার দেখা।
এখন সময় মধ্য দুপুর রোদ্দুর আকাবাঁকা,
যে আলো চেয়ে আছে সবটুকু মরিচিকা।

আমিও তোমার মত বহুকাল ধরে…
কত প্রান্তর আর লোকালয় ছেড়ে।
যেখানে ছিল শুরু সব কিছু হারিয়ে,
এসে দেখি সেখানেই আছি দাঁড়িয়ে।।।

চেয়ে দেখো আজও আছে পৃথিবী চেয়ে,
বিপদের বজ্র নিনাদ আসছে ধেয়ে।
চলো তুমি আমি সবাই মিলে গাছ লাগাই,
পরিবেশকে বাসযোগ্য করতে চলো পাল্টাই।।।

LEAVE A REPLY