কবিতাঃ জাগরণী সংগীত
রচনাঃ এস আকরাম হোসেন
জাগো জনতা রুদ্ধ স্বাধীনতা
করিতে উদ্ধার দরকার যোদ্ধার ছিনিয়ে আনব স্বাধীনতা
স্বাধীনতা আমার প্রিয় স্বাধীনতা।
মানবনা কারও অধিনতা বুকে আছে যত মমতা
করব সমতা গড়ব মানবতা
সবুজঘাসে ফিরাব সজিবতা
জাগো জনতা জাগো জনতা।
বন্দি পাখিরা ছটফট করে অসহায় ডানা মেলে
নিঠুর শিকারী অট্টহাসির রক্তের হলি খেলে!
এখাঁচা ভাঙতে হবে পাখিরা মুক্তি পাবে
অধিকার ছিনিয়ে নিতে ভাঙরে নিরবতা
জাগো জনতা জাগো জনতা।



















