রনি আহমেদ : কুষ্টিয়ার দৌলতপুরে ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী উজ্জাল (২৯) কে আটক করেছে দৌলতপুরে থানা পুলিশ। আটককৃৃত উজ্জাল উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের আঃ সাত্তারের ছেলে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে দৌলতপুর থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম, এ এস আই আসাদ, এ এস আই সাহেব আলী সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কল্যানপুর সরকারী প্রাথমিক বিদ্যলয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশী করলে তার কাছে থাকা প্যাকেট থেকে ২৬ পিচ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান উজ্জাল একজন শীর্ষ মাদক ব্যবসায়ী সে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে কে ২৬ পিচ ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়েছি। দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে যাহার নং ৫৭, তারিখ ২৮.১১.১৮।