কবিতাঃ পাপী
রচনাঃ মেহবুবা হক রুমা
এই সে নদী সে রাতে তোমার ডাকে এসেছিলাম,
কেননা সত্যি ভালবেসে ছিলাম।
এরপর আমার মৃত্যু তোমার হাতে।
আমার মৃতদেহ টা কেউ খূঁজে পাইনি।
মা রোজ রোজ এখনো কাঁদে।
বাবা ভাবে কোথায় হারালাম,
পৃথিবীময় খোঁজ চলছে এখনো।
ছোট্ট ভাইটা এখনো ঘুম ভেঙে খুঁজে।
কেউ জানে না আমার ঠিকানা।
শুধু তুমি জানো কোন ঠিকানায় তুমি আমায় পাঠিয়েছ।
প্রতি মাসে তুমি দেখতে আসো পুরনো কুপটা ঠিকঠাক আছে কিনা।
কতটা গলিত হলো দেহখানা।
হাড়গুলো নিঃশেষ হলো কিনা।
এতো দেখার আর ভাবার কি আছে?
কেউ তো জানে না জানবে না কোনদিন!
তবুও কঠিন ভয় তোমায় তাড়িয়ে বেড়ায়।
তোমাকে দেখে মায়া হয়!
মৃত লাশের চেয়ে জীবন্ত লাশগুলো এতো
যন্ত্রণা সহ্য করে।
তোমাকে ভালবাসা পাপ ছিল আমি
করেছি জীবন দিয়ে প্রায়শ্চিত্ত।
তোমার মধ্যে চলে কঠিন জ্বালা পোড়া নিত্য।
আর তুমি এখনো ঘুরে বেড়াও তোমার পাপের কাছে।
এখন ও তোমার পাপ তোমারি আছে।
নিজেকে নিজে ক্ষমা করার হারালে অধিকার।
যার যার পাপ সেটা শুধু তার একার।
কেউ জানে না পাপী জানে তার পাপ।
বেঁচে থেকে সে মরে জ্বলন্ত শুধু তাপ।
(উৎসর্গ সেই সরলা মেয়ে গুলোকে প্রেমিকের হাতে যাদের জীবন গেছে)