ইশরাত জাহান রোজীর কবিতা “আবার ফিরব”

0
75

কবিতাঃ আবার ফিরব
রচনাঃ ইশরাত জাহান রোজী

আবার হয়ত ফিরব কোন এক ঝুম বরষায়
কদম ফুলের ঘ্রাণ, নয়ত ধোঁয়া তোলা
এক কাপ চায়ের উষ্ণতায়।
ফালি ফালি কালো মেঘ সরিয়ে বৃষ্টির গানে উঠব মেতে,
নয়ত রংধনু রঙে রাঙাব সকাল বিকাল সারা বেলা।

আবার ফিরব কোন এক হেমন্তের সকালে
নতুন ধানের সোনালী আভায় চকচকে রোদে
নতুন পিঠা-পায়েসের মৌ মৌ ঘ্রাণে
হেমন্তের হিম হাওয়া আর কুয়াশার চাদরে
অনুভুতিরা উষ্ণতা খুঁজবে ব্যস্ত হয়ে।

আবার ফিরব কোন এক বসন্তে
হরেক রকম ফুল, নয়ত বসন্ত বাতাস হয়ে
পুরাতন সব পাতা ঝরিয়ে নতুন পাতায়
এঁকে দিব শত শত অনুভূতি
ঠিক যেমনটা মন চায়।

আবার ফিরব হয়ত কোন এক শরতে,
যখন আকাশ জুড়ে সাদা মেঘের মাতলামি
কাশফুলের নরম সাদা পালকে ছুঁয়ে যাওয়া অশান্ত মন,
কখনও শিউলি তলায় ফুল কুড়ানোর সুখে দুলে দুলে উঠবে হৃদয়
অযাচিত নানান রঙের সুখ আঙিনায়।

এভাবেই ফিরব আমি,ফিরব নানান রূপে
তোমাকেই দেখব ছড়িয়ে থাকা অজস্র সুন্দরের মাঝে,
আমি ফিরে ফিরে আসব শুধু
তোমাকেই দু’চোখ ভরে দেখব বলে,
আমি ফিরে আসব আবার
তোমাকেই ভালবাসব বলে।

LEAVE A REPLY