কবিতাঃ দুখিনী মা
রচনাঃ হাফিজা সুলতানা শ্রেয়সী
খোকা আমায় ফেলে গেলি
একলা অচিন গাঁয়
তোর জন্য কাঁদছে সদা
তোর দুখিনী মায়।
তোর সুখেতে হেসেছি আমি
কেঁদেছি তোর দুঃখে
নিজের খাবার তুলে দিয়েছি
তোর ওই সোনা মুখে।
তোর স্বপ্ন গড়তে আমি
করেছি ঝিয়ের কাজ
আজ আমায় মা ডাকতে
করে বুঝি তোর লাজ.?
তারপরেও খোকা তোরে
অনেক ভালোবাসি
তোর মুখে লেগে থাকুক
সদাই সুখের হাসি।
দুঃখিনী মা আশিস মেগে
খোদার কাছে কয়
আমার খোকা চিরদিন
যেন দুধে ভাতে রয়।
এমন দুখিনী মা আছে
তোমার আমার ঘরে
নিজ সুখ বিলিয়ে দিও
মায়ের সুখের তরে।