স্টাফ রিপোর্টার॥ কুষ্টিয়া হাই স্কুল মাঠে বঙ্গবন্ধুর সভামঞ্চ স্থলে টয়লেট নির্মানের সংবাদ প্রকাশে সাংবাদিক মাহমুদ হাসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেপিসি’র উদ্যোগে মানববন্দন করেছে কুষ্টিয়ার বিভিন্ন স্তরের সাংবাদিকরা।
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দীয় সদস্য, কুষ্টিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাহমুদ হাসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলা মামলার আসামী কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক হত্যা মামলার আসামী খলিলুর রহমানকে দ্রুত গ্রেফতার দাবীতে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র কার্যালয়ের সামনে এনএস রোডে এই মানববন্ধন ও সমাবেশে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানববন্দনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব (বাংলাদেশ বেতার/দৈনিক বর্তমান), সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন (নিউজ টুয়েন্টিফোর চ্যানেল), কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান বেলাল (আরটিভি), কোষাধ্যক্ষ ফেরদৌস রিয়াজ জিল্লু (সিএনএন বাংলা), দপ্তর সম্পাদক মিলন উল্লাহ (ইনডিপেনডেন্ট টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ ( দৈনিক মুক্ত খবর), নির্বাহী সদস্য নাহিদ হাসান তিতাস ( সম্পাদক দৈনিক সময়ের দিগন্ত) প্রমূখ। এ সময় বক্তারা বলেন, কুষ্টিয়া হাইস্কুলে যেখানে ’৭০ সালে বঙ্গবন্ধু দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন সেখানে পাবলিক টয়লেট নির্মান ও বিদ্যালয়ের মাঠ দখল করে মার্কেট নির্মান করে প্রধান শিক্ষকের বিপুল পরিমান অর্থ লোপাটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়। এর পরে প্রধান শিক্ষক খলিলুর রহমান ও তার ক্যাডার বাহিনীর হামলায় ২ ফেব্রুয়ারি সাংবাদিক মাহমুদ হাসান আহত হয়। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। এই হামলার বিচার দাবী ও কুষ্টিয়া হাইস্কুলের দূর্নীতির বিচার দাবীতে মানববন্ধন ও সমাবেশ থেকে সাংবাদিকরা আরো কঠোর কর্মসূচীর ঘোষনা দেন।