ধর্ষণের প্রতিবাদে কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিলেন ড. কামাল

0
14

ধর্ষণের প্রতিবাদে জনগনকে সক্রিয় করতে কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিলেন ড. কামাল হোসেন।

বিকালে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে তিনি সংবাদিকদের বলেন নারী ধর্ষন মহামারী আকার ধারণ করেছে। আইনশৃঙ্খলা অবণতি খুবই দৃশ্যমান। আমরা মনে করি যে, আন্দোলনকে জোরদার করতে হবে। আইনের শাসন, নারীদের অধিকার এসব রক্ষা করার জন্য জনগনকে সক্রিয়ভাবে মাঠে নামতে হবে।

ড. কামাল হোসেন বলেন, আমরা ঐক্যমতে পৌঁছেছি যে, আমরা সক্রিয়ভাবে মাঠে নামব। কারণ মানুষ চায় সভ্যতা ফিরে আসুক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আমরা এ লক্ষ্যে আজকের বৈঠকে কর্মসূচি গ্রহনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি ঐক্যবদ্ধ একটা উদ্যোগ নিয়ে দেশের মানুষের অধিকার রক্ষা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এখন জরুরীভিত্তিতে করা প্রয়োজন বলে কর্মসূচি নিয়েছি।

পরে ফ্রন্টের নেতা জেএসডির সভাপতি আসম আবদুর রব সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিসহ নারী ধর্ষন বন্ধের দাবিতে আগামী ৩০ এপ্রিল ঢাকায় জমায়েতের কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, নুসরাত হত্যাসহ নারী ও শিশু ধর্ষন-নির্যাতন বন্ধের দাবিতে আগামী ৩০ এপ্রিল আমরা ঢাকার শাহবাগে বিকাল ৪টায় জমায়েত করব।

এছাড়া গণশুনানীর অংশ হিসে্বে আমরা নোয়াখালী ও রাজশাহীসহ বিভিন্ন জেলা শহরে যাবো। নোয়াখালী ও রাজশাহী দিয়ে এই কর্মসূচি শুরু হবে। এর দিনক্ষন আমরা পরে জানাব।

একই সঙ্গে রমজানে জাতীয় ঐক্যফ্রন্ট ঢাকায় একটি নাগরিক সমাবেশও করবে বলে জানান রব।

বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, আজকে হয়রানিমূলক মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে। আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নিঃশর্তভাবে তার মুক্তি চাই।

বেগম জিয়া ছাড়াও ছাড়াও বিএনপিসহ ফ্রন্টের হাজার হাজার নেতা-কর্মী কারাগারে আছেন তাদের মুক্তি দিতে হবে, নেতা-কর্মীদরি বিরুদ্ধে নতুন করে সকল মিথ্যা মামলায় হয়রানি ও গায়েবী মামলা দায়ের বন্ধ করতে হবে এবং গ্রেপ্তারকৃতদের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের জামিনে মুক্তি দিতে হবে।

ড. কামাল হোসেন অভিযোগ করে বলেন, এই যে নিষ্ক্রিয়তা লক্ষ্য করছি আইন প্রয়োগকারী সংস্থার যারা আইনভঙ্গ করছে তাদের ব্যাপারে তারা নিষ্ক্রিয়। তারা বিভিন্ন ধরনের অ্যাকশনের যাচ্ছে যারা মানবাধিকারের পক্ষে দাঁড়াচ্ছে, পুলিশ তাদের ব্যাপারে তপরতা দেখাচ্ছে।

কিন্তু যারা মানুষের বিরুদ্ধে, নাগরিকদের অধিকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে একটা নিস্ত্রিয়তা লক্ষ্য করছি।

এক প্রশ্নের জবাবে আসম আবদুর রব বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কেউ সংসদে শপথ নেবে না। আমাদের এই সিদ্ধান্ত অব্যাহত আছে।

দুই জন নিয়ে শপথ নিয়েছেন প্রশ্ন করা হলে তিনি বলেন, যারা শপথ নিয়ে তাদেরকে স্বদলের পক্ষে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে।

ড. কামালের সভাপতিত্বে বৈঠক রব ছাড়াও বিএনপির আবদুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, আলতাফ হোসেন, মফিজুল ইসলাম খান কামাল, আবু সাইয়িদ, রেজা কিবরিয়া, আমসা আমিন, জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY