প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ইভিএম নিয়ে অনেক সমালোচনা থাকবে, ভুল-ভ্রান্তি থাকবে। তার পরও আমি মনে করি, ইভিএম সুষ্ঠু নির্বাচনের জন্য বড় ধরনের উপায়। এনটিভি
বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইভিএম মাঝে মধ্যে কাজ করে না এমন অভিযোগের জবাবে কে এম নূরুল হুদা বলেন, ইভিএমের ব্যাপারে যে কমপ্লেইন তা হলো, মেশিন কাজ করে না। এটা তো করতেই পারে। একটা গাড়িতে যাবেন, এখান থেকে ঢাকা পর্যন্ত, আপনি কি নিশ্চিত গাড়িটা মাঝখানে বন্ধ হবে না? ব্যাটারিচালিত ইঞ্জিন, সুতরাং এটা ভুল হবে না কেন?
ভুল নাম বা ভুল তথ্য দিয়ে রোহিঙ্গারা ভোটার হতে পারবে না জানিয়ে সিইসি বলেন, রোহিঙ্গাদের নিয়ে জাতি খুবই সমস্যার মধ্যে রয়েছে। রোহিঙ্গারা যখন এ দেশে প্রবেশ করে, তার কিছুদিন পরেই তাদের সবার ১০ আঙুলের ছাপ নিয়ে রেখেছে প্রশাসন। ভুল নাম বা ভুল তথ্য দিয়ে রোহিঙ্গারা ভোটার হতে পারবে না। নির্বাচন কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে ২৮ আগস্ট পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার তিন লাখ ৩৬ হাজার ১০৪ জন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।