রনি অাহমেদ, বিশেষ প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের তিন জন অাহত হয়েছে।জানাগেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার অাদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ জানান গরুড়া পালপাড়া গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে এনায়েতের বাড়ীতে ৫/৬ জন ডাকাতি করতে গেলে বাড়ীর লোক জানাজানি হয়।পরে তারা চিৎকার করলে সন্ত্রসীরা তাদের কুপিয়ে অাহত করে।এতে বাড়ীর মালিক মৃত সামছুদ্দীনের ছেলে এনায়েত(৪৫) তার স্ত্রী তোহুরা খাতুন (৪০) ও তার ছেলে এরশাদ (২০) মারাত্বক অাহত হন।অাহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নিয়ে অাসে।পরে অবস্থার অবরন্তি হলে তাদের রাজশাহী মেডিক্যেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এব্যাপারে তেকালা পুলিশ ক্যাম্পের আই সি এ এস আই অাসাদ ঘটনার সত্যতা শিকার করে বলেন অাহতের পরিবার কোন লিখিত অভিযোগ করেনি তার পরেও অামরা সন্ত্রাসীদের গ্রেফতার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।