পাঁচবিবিতে কৃষি উপকরণ বিতরণ

0
181

সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: আজ শনিবার জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের সহযোগীতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২ হাজার ৫‘শ ৫৫জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে কৃষি কর্মকর্তা মাহবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট সামছুল আলম দুদু এম,পি। বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান চৌধুরী বিপ্লব, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ১২‘শ ৭৫জনকে সরিষা বীজ, ২‘শ ৩৫ জনকে ভুট্টা বীজ, ১‘হাজার ৪৫ জনকে গম বীজসহ প্রতিজন কৃষককে ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি প্রদান করা হয়।

LEAVE A REPLY