রনি অাহমেদ : কুষ্টিয়ার দৌলতপুরে বন্যাদূর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে গ্রামীণ ফোন। গতকাল সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তি চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নে বন্যা দূর্গত নয়শো পরিবারের মধ্যে গ্রামীন ফোনের উদ্যোগে , চাউল, তেল, লবন, বিস্টুট, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন সহ ৯০০ প্যাকেট বিতরণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো: জহির রায়হান, এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌফিকুর রহমান, গ্রামীন ফোনের এরিয়া ম্যানেজার মিনহাজুল ইসলাম, টেরিটরি ম্যানেজার শরিফুল ইসলাম, ডিষ্টিবিউটার অজয় সরেকা, রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্থ চিলমারী ইউনিয়নে ৫০০শত প্যাকেট এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোতে ৪০০শত প্যাকেট ত্রান সামগ্রী বিতরণ করা হয়। দৌলতপুরে বন্যাত্বদের দূর্দশায় এগিয়ে আসায় এলাকাবাসী গ্রামীন ফোনকে ধন্যবাদ জানিয়েছেন।