রনি অাহমেদ: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে মাথাভাঙ্গা নদীতে ডুবে সেলিম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহঃবার বিকালে।
সেলিম মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ঐ নদীতে নেমে অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান না পেলে
রাত সাড়ে ১০ টার দিকে মিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করে ।
জানা যায় বৃহঃবার বিকালে সেলিম উপজেলার খলিসাকুন্ডির শ্বশান ঘাট সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ঐ নদীতে নেমে অনেক খোজাখুজি করে। এতে তার কোন সন্ধান না পেলে মিরপুর ফায়ার সার্ভিসে খবর দেয় । পরে মিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রত এসে রাত সাড়ে ১০ টার দিকে লাশটি উদ্ধার করে ।
মিরপুর ফায়ার সার্ভিসের সেকেন ইন অফিসার আয়ুব আলী জানান ঐ স্থানে অনেক গভিরতা এবং পানির শ্রোত থাকার কারনে সে পানিতে তলিয়ে যায়। এতে তার মৃত্য ঘটে।
নিহত সেলিম খলিসাকুন্ডি গ্রামের বাজার সংলগ্ন মোঃ বিলতার ছেলে।
এদিকে তার অকাল মৃত্যতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।