রনি অাহমেদ,বিশেষ প্রতিনিধিঃ কুষ্টিয়ার শহরতলীর বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী নুর টিপু (৫০) এর রহস্য জনক মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বর্হির বিভাগ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের স্ত্রী নাজমুন নুর জানান, মঙ্গলবার সন্ধায় অজ্ঞাত পরিচয়ের একজন ফোন করে আলী নুর টিপু মাস্টারকে কুষ্টিয়ায় আসতে বলেন। রাত ১০টার পর থেকে তার স্ত্রী নাজমুন নুর ফোন করে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজ খবর নেই।
কিন্তু তার কোনো সংবাদ পায়নি। আজ ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বর্হির বিভাগের সামনে কমলাপুর এলাকার টিপু মাস্টারের লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে মডেল থানা পুলিশকে জানালে পুলিশ তার লাশ ময়নাতদন্ত করতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তার স্ত্রীর দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে কৌশলে খুন করা হয়েছে। মডেল থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।