রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমাণ অাদালতে অালাউদ্দীন (২২) নামে এক ইপ্টিজিং কারীর কারাদন্ড দেওয়া হয়েছে।সে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইনসাফ নগর কান্দীর পাড়া গ্রামের মৃত জামাল মন্ডলের ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানান বুধবার খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে জে এস সি পরীক্ষা আরম্ভের পূর্ব মূহুর্তে অাসামী অালাউদ্দীন জে এস সি পরীক্ষার্থী মোছা: ছালমা খাতুনকে উত্ত্যক্ত করে।পরে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা অাক্তার পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামী আলাউদ্দিন(২২) কে দন্ডবিধি ৫০৯ ধারায় ০২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেল হাজতে পেরন করেন।