দৌলতপুরে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু

0
1518

রনি অাহমেদ: কুষ্টিয়ার দৌলতপুরে ভুল চিকিৎসায় কামিনী খাতুন (২০) নামে এক প্রসুতির মৃত্যু হয়েছে।শনিবার ভোর ৫ টার দিকে উপজেলার মথুরাপুর গো হাট বাজারে অনুমোদনহীন বেসরকারী ক্লিনিক অাল্লার দানে প্রসুতি মৃত্যুর এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায় , রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের ঝংকার অালীর স্ত্রী প্রসব ব্যাথা নিয়ে শুক্রবার রাত ১১ টায় ভর্তি হয়। রাত ২ টার দিকে ওই ক্লিনিকের পরিচালক ডাক্তার সোবান হোসেন সিজার অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করানোর সময় প্রসুতির রক্তক্ষরন হতে থাকে। রক্তক্ষরন বন্ধ না হওয়ায় রাতে প্রসুতি অপারেশন টেবিলেই মারা যায়। অবস্থা বেগতিক দেখে ডাক্তার সোবান হোসেন তড়িঘড়ি করে  নিজ ক্লিনিক থেকে পালিয়ে গা ঢাকা দেয়। ডাক্তার সোবান হোসেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী  চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানাগেছে।সূত্রে অারো জানায় ডাক্তার সোবান হোসেন এর অাগেও এই রকম ঘটনা অনেক বার ঘটিয়েছে। এদিকে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর ঘটনায় এলাকায় সাধারন মানুষের মাঝে চরম খোব সৃষ্টি হয়।এব্যাপারে ডাক্তার সোবান হোসেনের সাথে যোগাযোগ জন্য তার মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যাই।

LEAVE A REPLY