সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতা: ভারত সীমান্ত ঘেঁষা জয়পুরহাটের পাঁচবিবিতে বিপুল পরিমান ভারতীয় কাপড় উদ্ধার করেছে বিজিবি।
আটাপাড়া ক্যাম্প কমান্ডার আবুল হাশেম জানান,আজ মঙ্গলবার ভোরে ভারত থেকে কাপড় আসার খবর পেয়ে নায়েক সামছুল আলমের নেতৃত্বে বিজিবি অভিযান চালায়।
এ সময় চোরাকারবারীরা চেঁচরা সড়কে কাপড় ফেলে দিয়ে পালিয়ে যায়। জব্দকৃত কাপড়ের মধ্যে ১৬০পিস শাড়ি ও ১০৫ টি থ্রি-পিস রয়েছে।
এদিকে গতকাল সোমবার রাত ১ টার দিকে কয়া ক্যাম্প কমান্ডার গোলাম মোস্তফার নেতৃত্ব বিজিবি অভিযান চালিয়ে রতনপুর সুইচ গেট এলাকা থেকে ২৪০০ মিটার ভারতীয় শার্টের কাপড় উদ্ধার করে।