দৌলতপুরে এমপি’র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরাল উন্মোচন ও ঈদগাহ মাঠের ভিত্তি প্রস্তর স্থাপন

0
379

রনি অাহমেদ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরাল উন্মোচন ও উপজেলা ঈদগাহ মাঠ নির্দিষ্ট করে ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ রেজাউল হক চৌধূরী। সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মূরাল উন্মোচন ও ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃকামাল হোসেন দবির,দৌলতপুর থানার ওসি মোল্লা মোঃ খবির আহমেদ, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসিম উদ্দীন হাসু, প্রাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম, ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, পিয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ লালু, রেফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, দৌলতপুর কৃষকলীগ সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ হেল বাঁকী, প্রফেসার আমিরুল ইসলাম, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামীলীগের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মূরাল উন্মোচন ও ভিতি প্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন সকল বীর শহীদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

LEAVE A REPLY