দৌলতপুরে এমপি’র সেতু উদ্বোধন ও দলে যোগদান সভা অনুষ্ঠিত

0
477

রনি অাহমেদ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মহিষকুন্ডি এলাকায় এমপি রেজাউল হক চৌধূরী একটি নবনির্মিত সেতু উদ্বোধন করেছেন এবং তার নেতৃত্বে বিভিন্ন দল থেকে প্রায় এক হাজার নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।

জানাগেছে ৩০ নভেম্বর বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকায় এলজিডি’র অর্থায়নে ৪২ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত মহিষকুন্ডি-পূর্ব মহিষকুন্ডি সংযোগ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ রেজাউল হক চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন ও দৌলতপুর থানার ওসি মোল্লা মোঃ খবীর অাহমেদ, সভাপতিত্ব করেন প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম হালসানা। উপস্থিত ছিলেন বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শাজাহান আলি, বক্তব্য রাখেন বীর মুক্তি যোদ্ধা কমান্ডার আলহাজ¦ নজরুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীগ নেতা হাসিম উদ্দীন হাসু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ, অধ্যাপক আমিরুল ইসলাম, পিয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আবু ইউসুফ লালু, প্রাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম, রেফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলি, হোগলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমান লস্কর, কৃষকলীগ সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ হেল বাঁকী, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম, প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মেম্বর, খলিশাকুন্ডি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রুহুল আমিন, দৌলতপুর বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট আয়েজ উদ্দীন মাষ্টার প্রমূখ। সভাশেষে আশরাফুল ইসলাম ও স্বাধীনের নেতৃত্বে প্রায় এক হাজার নেতা কর্মী এমপি আলহাজ¦ রেজাউল হক চৌধূরীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করে।

LEAVE A REPLY