সুজন, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে কয়েক দফাপদ্মার ভাঙ্গনে মৌলানা সোলেমানের বসত ভিটা বিলিন হয়ে গেছে। সর্ব শেষ অবশিষ্ট সম্বল টুকু বিলিনের পথে পরিবারটির সাহায্যের আবেদন।
পরিবার সূএে জানাগেছে ফিলিপনগর ইউনিয়নের হাই স্কুল পাড়া গ্রামের মরহুম মৌলানা সোলেমানের বসত বাড়ী কয়েক বার পদ্মার ভাঙ্গনে বিলিন হয়েগেছে তার ৮ সন্তান বাড়ী করার কোন জায়গা নেই এক সময়ের সম্মানী ব্যাক্তির ছেলে ময়েরা অন্য মানুষের জায়গাতে কোন রকম বসতি গড়ে বেচে আছে আর শেষ একু ভিটা আছে পদ্মার সাথে লেগে আছে একটু ভাঙ্গনে নদি গর্ভে চলে যাবে। তাই পরিবার গুলি সকলের কাছে মানবিক সহযোগীতার কামনা করেছে।
পানি উন্নয়ন কর্মকর্তার সহযোগীতায় জেলা প্রশাসক মহদয়ের কাছে এলাকাবাসীর দাবী পরিবার গুলির বাঁচানোর কাজে নদীর পাড়ের ব্লক দিয়ে বেঁধে দিয়ে তাদের বাড়ী রক্ষা করে মানবিক সাহায্যের হাত প্রসারিত করে এগিয়ে আসতে আকুল আবেদন।